
ফের বাড়ল পরিবহণ জ্বালানির (Fuel Price) দাম। গত ১৪ দিনে গড়ে প্রায় ৮ টাকা বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। রবিবার লিটার প্রতি ৮৪ পয়সা বেড়েছে পেট্রোল এবং ডিজেলের দাম।কলকাতায় পেট্রোলের দাম ১১৩ টাকা ৩ পয়সা আর ৮০ পয়সা বেড়ে ডিজেলের দামও সেঞ্চুরি ছোঁয়ার পথে। রবিবার রাজ্যের পেট্রোল পাম্পে ডিজেলের দাম ৯৭ টাকা ৮২ পয়সা। শুধু শহর কলকাতা নয়, পরিবহণ জ্বালানির (Petrol-Diesel) দাম প্রতি রাজ্যেই ঊর্ধ্বমুখী।
এদিকে, শনিবার বেড়েছিল বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। প্রতি লিটারে এই দুই পরিবহণ জ্বালানির দাম ৮০ পয়সা বেড়েছে। শনিবার পর্যন্ত গত ১২ দিনে ৭ টাকা ২০ পয়সা বেড়েছে এই দুই পরিবহণ জ্বালানি। দিল্লি এবং চেন্নাই বাদে গোটা দেশেই পেট্রোলের দাম লিটারে ১১০ টাকা ছাড়িয়েছে। ডিজেলে প্রায় ১০০ ছুঁইছুঁই। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১১২.১৯ পয়সা আর ডিজেল ৯৭.০২ পয়সা।
শেষ নভেম্বরে একপ্রস্থ দাম কমানো হয়েছিল এই জ্বালানির। ১০ মার্চের পর থেকে ফের ধাপে ধাপে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। এদিকে, শেষ বৃহস্পতিবার বেড়েছে জ্বালানির দাম। দশ দিনে নয়বার বৃদ্ধি পেয়েছে পেট্রোল-ডিজেলের দাম। লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় কেন্দ্র সরকারের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন আপামর জনগণ।
বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি ৮০ পয়সা করে বেড়েছে ডিজেলের দাম। আর ৮৩ পয়সা করে বেড়েছে পেট্রোলের দাম। যার জেরে বৃহস্পতিবার কলকাতায় এক লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছিল ১১১.৩৫ টাকা এবং ডিজেলের দাম ৯৬.২২ টাকা।