
তেহট্টের বিধায়ক তাপস সাহা (Tapas Saha) ঘনিষ্ঠ তৃণমূল (TMC) নেত্রীকে নিয়ে, কুকথা সমাজ মাধ্যমে পোস্ট করার অভিযোগে গ্রেফতার (Arrest) এক যুবক। শনিবার ওই তৃণমূল নেত্রী ইতি সরকারের অভিযোগের ভিত্তিতে, তেহট্ট থানার পুলিস ওই যুবককে গ্রেফতার করে। সূত্রের খবর, শনিবার ওই যুবক ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে ওই যুবক উল্লেখ করেন, তৃণমূল নেত্রী ইতি সরকার তাপস সাহার গার্লফ্রেন্ড। এ সংক্রান্ত পোস্ট সমাজের মাধ্যমে নজরে আসার পরেই ইতি সরকার লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরেই তড়িঘড়ি ওই যুবককে গ্রেফতার করে পুলিস। পুলিস জানিয়েছে, ওই যুবকের নাম রতন ভুঁইয়া, এছাড়া রবিবার তাঁকে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে তোলা হয়।
সিবিআই তল্লাশি চালিয়ে, শনিবার তাপস সাহার বাড়ি থেকে পাওয়া নথির ভিত্তিতে তাপস ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী ইতি সরকারের বাড়ি হানা দেয় সিবিআই। পাশাপাশি প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বাড়িতেও হানা দেয় সিবিআই।