
হাতির হানায় (Elephant Attack) জোড়া মৃত্যু (Death)। মেদিনীপুর (Midnapore) সদর ব্লকের মুড়াকাঠার জঙ্গলে ঘটনাটি ঘটেছে। জঙ্গলে পাতা কুড়াতে গিয়ে হাতি হানার মুখোমুখি পড়েন এক মহিলা। তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই জঙ্গল লাগোয়া বিভিন্ন গ্রামে মাইকিং-এর মাধ্যমে প্রচার শুরু করেছে বন দফতরের আধিকারিকরা। এমনকি জঙ্গলে কাঠ কাটতে কিংবা পাতা কুড়োতে যাওয়ায় কড়া নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ।
একই ঘটনার চিত্র ধরা পড়েছে খড়্গপুরের খেমাশুলিতে গ্রাম থেকে। রবিবার ভোরে ওই গ্রামে ঢুকে পড়ে চার-পাঁচটি হাতি। আর সেই সময়ই হাতির সামনে পড়ে যায় ললিতা মাহাতো নামে বছর পঞ্চাশের এক মহিলা। তখনই ওই মহিলাকে হাতি শুঁড়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ললিতা মাহাতোর।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে জেলার দুই মহকুমায় হাতির হানায় দুটি মৃত্যুর ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী।