
গৃহ শিক্ষকের কাছে পড়তে গিয়ে নিখোঁজ (Missing) তিন ছাত্র (Student)। ঘটনাটি ঘটেছে নদীয়ার (Nadia) তাহেরপুর থানার অন্তর্গত বাদকুল্লায়। পুলিস সূত্রে খবর, নিখোঁজ হওয়া ওই তিন ছাত্রের নাম অপূর্ব দাস, দেব বিশ্বাস ও সায়ন সরকার। দেব বিশ্বাস এবং অপূর্ব দাস এই দু'জনেরই বাড়ি উত্তর আশ্রমপাড়া এলাকায়। ১৪ বছর বয়সী এই দুই ছাত্রই অষ্টম শ্রেণীর ছাত্র। অন্যদিকে, সায়ন সরকার শান্তিপুর থানার অন্তর্গত বোয়ালিয়া বাগানপাড়া এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে খবর, ওই দুই নিখোঁজ ছাত্রের সঙ্গে সায়ন বৃহস্পতিবার সকাল ৮ টায় বাদকুল্লা সুরভী স্থানে এক গৃহ শিক্ষকের বাড়ি পড়তে যাওয়ার নাম করে বের হয়। প্রত্যেকেই একটি করে জামা এবং প্যান্ট নিয়েছে বলে জানা গিয়েছে তাঁদের পরিবারের তরফে। তবে দেব বিশ্বাস একটি চিরকুটে তাঁর মাকে লিখে গিয়েছে, দশ বছর বাদে নিজের পায়ে দাঁড়িয়ে তবে সে ফিরবে, না বলে চলে যাওয়ার জন্য সে ভীষণ দুঃখিত। বাড়ি থেকে চলে যাওয়ার আগে সকাল আটটা নাগাদ তাঁর বাবার এটিএম কার্ড থেকে ২ হাজার টাকা তোলা হয়েছে। যা পরবর্তীতে জানা গিয়েছে। তবে বাকি দুই ছাত্র কোনও অর্থ বা অন্য কিছুই বাড়ি থেকে নিয়ে যায়নি বলেই জানিয়েছে পরিবার।
গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিন পরিবারের অনুমান, ওই তিন ছাত্রের নিখোঁজ হওয়ার পিছনে রয়েছে কোন দুষ্টচক্র। তাঁদেরকে প্রলোভন দেখিয়েই অপহরণ করা হতে পারে বলে তাঁদের অনুমান। যদিও বৃহস্পতিবার নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, ব্যস্ততম শহর, এবং তাঁদের আত্মীয় স্বজন পরিবারবর্গের কাছে খোঁজ নিয়েও মেলেনি তাঁদের হদিস। শুক্রবার দেব এবং অপূর্বর পরিবার তাহেরপুর থানায় এবং সায়নের পরিবার শান্তিপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন।
সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করছে পুলিস। এখন দেখার বিষয় আদৌ কি নিখোঁজ নাকি অপহরণ।