
বাবাকে খুন (Dead) করে আত্মঘাতী ছেলে। শুক্রবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের (CoochBehar) মেখলিগঞ্জের কুচলিবাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুচলিবাড়ি থানার পুলিস। পুলিস মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতেল পাঠায়। ইতিমধ্যেই এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস (Police)। পুলিস সূত্রে খবর, মৃতদের নাম টফসুল হোসেন (৪৫) ও তার ছেলে আবু বক্কর দিদ্দিক সিদ্দিক (৩০)। তাঁরা কোচবিহারের শুক্টাবাড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার এলাকার বাসিন্দারা স্থানীয় একটি স্কুলের বারান্দায় প্রথমে একটি ঝুলন্ত দেহ দেখতে পান। এরপরেই বিদ্যালয়ের ভিতরে আর একটি দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। স্থানীয়দের প্রাথমিক অনুমান, প্রথমে পিতাকে খুন করে ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সূত্রের খবর, স্থানীয় ওই বিদ্যালয়ের জলট্যাঙ্কি তৈরির কাজেই তাঁরা বেশকিছুদিন ধরে কাজ করছিলেন। তাঁদের সঙ্গে আরও এক যুবক ছিল। এই ঘটনায় স্থানীয় এক বাসিন্দা শ্যামাপদ অধিকারী বলেন, 'ভোররাতে এক যুবক তার বাড়িতে ভয়ে পালিয়ে আসে। পরে তিনি ওই যুবকের কাছে জানতে পারেন স্কুলে ঘরের ভিতরে ছেলে তাঁর বাবাকে লাঠির আঘাতে খুন করেছে। আর এসবকিছু দেখার পর ওই যুবক স্কুলের জানলা খুলে পালিয়ে আসে।'