
নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা (Accident) মেরে উল্টে গেল পিকআপ ভ্যান। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) চাঁচলের ভাগভাদো এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কের বাইপাসে। ঘটনার জেরে মৃত্যু (Death) হয়েছে স্কুটির চালক তথা এক দমকল কর্মীর। এই ঘটনায় ওই পিকআপ ভ্যানের মধ্যে থাকা ৭ জন শ্রমিক গুরুতর আহত (Injured) হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিস (Police)। পুলিস মৃত ওই ব্যক্তিকে ও আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতরা বর্তমানে সামসি হাসপাতালে চিকিৎসাধীন এবং মৃতের দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে, মৃত ওই স্কুটির চালক তাথা দমকল কর্মীর নাম মৈনাক ঘোষ(৫৭)। তিনি চাঁচল দমকল কেন্দ্রে কর্মরত ছিলেন। স্থানীয় সূ্ত্রে খবর, মঙ্গলবার স্কুটিতে করে চাঁচলের দিকে আসছিলেন ওই ব্যক্তি। হরিশ্চন্দ্রপুরের তালসুর থেকে মাখনা শ্রমিকদের নিয়ে শ্রীপুরের দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। পিকআপ ভ্যানটি দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ভাগভাদো এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কের বাইপাসে এসে একটি স্কুটিতে ধাক্কা মারে। তারপরেই স্কুটিটি দুমড়ে মুচড়ে পড়ে যায় এবং পিকআপ ভ্যানটিও উল্টে যায়। স্থানীয়দের দাবি, এই ঘটনার পরেই তাঁরা তড়িঘড়ি এসে আহতদের উদ্ধার করে। তবে ওই ঘটনাস্থলেই মারা যায় স্কুটির চালক, এমনটাই দাবি তাঁদের।