
রাস্তার ধার থেকে এক ব্য়ক্তির মৃতদেহ (Dead) উদ্ধার (Rescue) ঘিরে চাঞ্চল্য় কোচবিহারে। শুক্রবার, এই ঘটনাটি ঘটেছে কোচবিহার (CoochBehar) জেলার তুফানগঞ্জ ২ নং ব্লকের রামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের জালধোয়া বালাবাড়ি এলাকায়। জানা গিয়েছে, মৃত ওই ব্য়ক্তির নাম ধনো বর্মন (৫৫)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সীরহাট থানার অধীন জোড়াই ফাঁড়ির পুলিস। মৃতের পরিবারের দাবি, খুন করা হয়েছে। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্য়ে।
মৃতের পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিলেন। তারপর কেউ বাড়িতে ঢুকে কিংবা ফোন করে ধনো বর্মনকে বাইরে ডেকে নিয়ে গিয়েছে বলে অনুমান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বক্সীরহাট থানার অধীনে জোড়াই ফাঁড়ির পুলিস এসে মৃতদেহ নিয়ে যেতে গেলে বাধা দেন স্থানীয়রা। মৃতের পরিবার ও স্থানীয়দের দাবি আগে এই ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হোক, তারপর এখান থেকে দেহ নিয়ে যেতে দেওয়া হবে।
অভিযোগ, এই নিয়ে পর পর দুইজনের মৃত্য়ুর ঘটনা ঘটল তুফানগঞ্জের জালধোয়া বালাবাড়ি এলাকায়। কিছুদিন আগেই একজন মারা গিয়েছেন এই এলাকায়। সেই ঘটনার পর আবারও রাস্তা থেকে উদ্ধার হল এক ব্য়ক্তির দেহ। খুনের অভিযোগ তুলছে এলাকার লোকজনেরা। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।