
নিয়োগ দুর্নীতি (Scam) মামলায় বড়সড় বদল। বিচারপতি (Judge) অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Gangopadhyay)নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। আজ অর্থাৎ শুক্রবার এই নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বিচারপতি মনু সিংভি ও কপিল সিব্বাল সওয়াল করেন, যে অভিজিৎ গাঙ্গুলী সংবাদমাধ্যমের কাছে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করেছেন।
এরপরেই সেই মামলা সংক্রান্ত রিপোর্ট, শুক্রবারের মধ্যে জানতে চাওয়া হয় কলকাতার অ্যাডভোকেট জেনারেলের কাছে। সেই মামলার শুনানি আজ অর্থাৎ শুক্রবার ছিল। রাজ্যের রিপোর্টের পর আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিয়োগ দুর্নীতি মামলা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে এই মর্মে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।