
বজ্রপাতে জখম একই স্কুলের (Student) সাতজন পড়ুয়া। আহত এক মহিলা রাঁধুনিও। ঘটনার পর আহতদের নিয়ে আসা হয়েছে দুর্গাপুরের (Durgapur) লাউদোহা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এই ঘটনার জেরে বেশ আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার জামগড়া প্রাথমিক স্কুলে। বুধবার এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসে লাউদোহা থানার পুলিস।
পুলিস সূত্রে খবর, এদিন দুপুর একটা পনেরো নাগাদ টানা বৃষ্টির মধ্য়েও চলছিল লাউদোহা জামগড়া প্রাথমিক স্কুলের ক্লাস। তখন আচমকাই বিদ্যুতের গতিতে ছুটে আসা আলোর ঝটকায় প্রথমে দুই পড়ুয়া আহত হয়। আর সেই সময় স্কুলের রান্নাঘরে রান্না করছিল রাঁধুনি। তার হাতেও গিয়ে লাগে ঝটকা। কারোর হাতে কারো পায়ে আবার কেউ বা অজ্ঞান হয়ে পড়ে যায়। সাত পড়ুয়া আর এক মহিলা রাঁধুনিকে নিয়ে সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ লাউদোহা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।
আপাতত আহতদের অবস্থা স্থিতিশীল থাকলেও বজ্রপাতে আতঙ্কের ছাপটা স্পষ্ট সবার চোখে মুখে। অল্পের জন্য প্রাণে বাঁচলো সাত স্কুল পড়ুয়া সহ আট জন।