
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল একটি যাত্রী বোঝাই বাস (Bus)। ঘটনায় মৃত্যু হয়েছে সাত জনের এবং গুরুতর জখম আরও ২৭ জন। রবিবার বিকেল ৪ টে নাগাদ উত্তরাখণ্ডের উত্তরকাশীতে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ৫০ মিটার গভীর খাদে পড়েছে বলে জানা গিয়েছে। তড়িঘড়ি শুরু হয়েছিল উদ্ধারকাজ। আটকে থাকা সকলকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি চলছে মৃতদেহ শনাক্তকরণের কাজ। এই বাস দুর্ঘটনায় উদ্ধারকাজে যোগ দিয়েছিল রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিস।
পুলিস সূত্রে খবর, গঙ্গোত্রী থেকে উত্তরকাশীর উদ্দেশ্যে গুজরাতের তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল বাসটি। মোট ৩৫ জন যাত্রী ছিল ওই বাসে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক ললিতা নেগি বলেছেন, ‘আমাদের দল উদ্ধারকাজে যোগ দিয়ে এখনও পর্যন্ত আহত ২৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।’ বর্তমানে আহত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।