
একই দিনে দুটি পৃথক ঘটনায় সাপের (Snake) ছোবলে মৃত্যু (Dead) এক ব্যক্তির ও সাপের কামড়ে আক্রান্ত এক মহিলা (Women) । শনিবার সাপ ধরার কেরামতি দেখাতে গিয়ে বিষধর সাপের ছোবলে মৃত এক বৃদ্ধ। শনিবার হাড়োয়া থানার, আটপুকুর গ্রাম পঞ্চায়েতের কচুরহুলা গ্রামের ঘটনা। সূত্রের খবর শনিবার মেছো ভেড়িতে মাছের আদলে একটি বিষধর সাপ ধরা পড়ে। বছর ষাটেকের নিরঞ্জন সরদার, সেই বিষধর সাপ ধরতে গেলে, সাপটি ওই ব্যক্তিকে ছোবল মারে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে আনলে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
পাশাপাশি সাপের কামড়ে আক্রান্ত বকজুরি গ্রামের ৪০ বছরের গৃহবধূ শাহিদা বিবি। সূত্রের খবর, শনিবার শাহিদা বাড়ির উঠানে বসে কাজ করছিল, সেই সময় পিছন দিক থেকে সাপ কামড়ে দেয়। স্থানীয়রা জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে, প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, সেখানে অবস্থার অবনতি হওয়ায়, তাঁকে কলকতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর অবস্থা সংকটজনক বলেই পরিবার সূত্রে খবর। এখন প্রশ্ন উঠছে সাপ ধরার প্রশিক্ষণ ছাড়াই, পাশাপাশি বনদপ্তরকে খবর না দিয়ে, কেন ওই ব্যক্তি সাপ ধরার কেরামতি দেখাতে গেলেন? এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কচুহুলার গ্রামে।