
চন্দ্রযানের সাফল্য কামনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক টুইট বার্তায় বিক্রমের চন্দ্রে অবতরণের আগে তিনি জানিয়েছেন, চন্দ্রযানের সাফল্য গোটা দেশের কাছে গর্বের বিষয়। একইসঙ্গে তিনি স্পষ্ট করছেন, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
বুধবার সন্ধ্যায় চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা রোভার বিক্রমের। তার জন্য সব তোরজোর সারা। বিকেল সাড়ে পাঁচটা থেকে নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার লাইভ সম্প্রচার করবে ভারতের বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইসরো। দক্ষিণ আফ্রিকা থেকে বসে ভার্চুয়ালি এই দৃশ্য দেখবেন স্বয়ং প্রধানমন্ত্রীও।
এদিন সকালে টুইট বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের বিজ্ঞানি থেকে অর্থনীতিবিদরা এই অভিযানের জন্য কঠিন পরিশ্রম করেছেন। যার সাফল্যের নাম চন্দ্রযান-৩। একসঙ্গে তাঁর দাবি, আজ দেশ ও দুনিয়া সবাই চন্দ্রমুখী। গত ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে চাঁদের দিকে রওনা দিয়েছিল এই চন্দ্রযান।