
মেঘালয়ের পরে উত্তর-পূর্ব ভারতের আরেক রাজ্য ত্রিপুরা (Tripura) বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। দলীয় সূত্র মারফৎ খবর, চলতি মাসের শেষেই ত্রিপুরায় ভোট প্রচারে যেতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগেই তৃতীয় সপ্তাহে সভা করতে পারেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
দুই সভা ঘিরেই বর্তমানে তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে। গত ২০২১ সাল থেকে ত্রিপুরায় দলের সংঘটন বৃদ্ধির পর এই প্রথম ত্রিপুরায় পা দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহেই ত্রিপুরা বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে। তারপরেই ত্রিপুরায় জোর কদমে নামতে চলেছে ঘাসফুল শিবির।
২০২১-এ আগরতলা পুরনিগম নির্বাচনে সবকটি আসনে প্রার্থী দিলেও আশানরূপ ফল করতে পারেনি তৃণমূল শিবির। কয়েকমাস বাদে ৪ কেন্দ্রের উপনির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছিল তৃণমূল প্রার্থীদের। বর্তমানে ২০২৩ বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে মরিয়া ঘাসফুল শিবির। ফলে দিন ঘোষণার পরেই কোমর বেঁধে নামতে প্রস্তুত শীর্ষ নেতারা।