
ভুয়ো চাকরির র্যাকেট চালানোর অভিযোগে গ্রেফতার তিন অভিযুক্ত। বিধান নগর দক্ষিণ থানার পক্ষ থেকে তানভীর আলম, অশোক রায় ও পাপাই শর্মা নামের তিনজনকে গ্রেফতার করা হয়। অভিযোগ, সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ২.৫ লক্ষ টাকা নেয় ওই তিন অভিযুক্ত।
জানা গিয়েছে, নদিয়ার বাসিন্দা রশিদ মণ্ডলকে সল্টলেকের একটি সরকারি অফিসে ডেকে পাঠিয়েছিল ওই তিন অভিযুক্ত। তারপর সেই অফিস থেকে তাঁকে বলা হয় রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরি পাইয়ে দেওয়া হবে। তবে চাকরি পাওয়ার জন্য় টাকা দিতে হয় ওই ব্য়ক্তিকে। কিন্তু পরবর্তীতে টাকা দিয়েও কোনও চাকরি না পেয়ে অবশেষে ওই ব্য়ক্তি অভিযোগ জানায় সল্টলেকের দক্ষিণ থানায়।
অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিস জানতে পারে ওই তিন ব্যক্তি সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র চালাচ্ছে। এরপর ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিস। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়েও খতিয়ে দেখছে পুলিস প্রশাসন।