
মণি ভট্টাচার্য: বায়রনে তো আস্থা নেই, এছাড়া সাগরদীঘির আস্থা নেই তৃণমূলেও। সেকারণেই পঞ্চায়েত নির্বাচনে সাগরদিঘি হাতছাড়া তৃণমূলের। এমনকি বায়রনের নিজের এলাকাতেও বিপুল হার তৃণমূলের। সেখানে বিপুল ভোট জয়লাভ করেছে বাম-কংগ্রেস জোট প্রার্থী। ভালো ফল আইএসএফএফেরও। ফলে এটা কিছুটা স্পষ্ট যে বাম-কংগ্রেস জোটের টিকিটে উপনির্বাচন জিতে বায়রনের ডিগবাজিতে সাগরদীঘিতে কোনও ক্ষতিই হয়নি অধীর-সেলিমদের।
সম্প্রতি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দেবাশীষ বন্দোপাধ্যায়কে প্রায় ২৩ হাজার ভোটে হারিয়ে সাগরদিঘি জয় করে বাম-কংগ্রেস জোট প্রার্থী বায়রন বিশ্বাস। সেসময় অধীর-সেলিমদের মুখে চওড়া হাসি ফুটলেও, সেই হাসি বেশিদিন থাকে নি অধীরদের। অভিষেকের 'নবজোয়ারেই' কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলে ডিগবাজি খায় বায়রন।
যদিও পঞ্চায়েত নির্বাচনে বায়রনের হাত ধরে নির্বাচনী বৈতরণী টপকাতে পারল না কংগ্রেস। সূত্রের খবর, সাগরদীঘির বায়রন বিশ্বাসের নিজের এলাকা, পাটকেলডাঙ্গা পঞ্চায়েতের দখল নিল বাম-কংগ্রেস জোট। সূত্রের খবর, পাটকেলডাঙা পঞ্চায়েতে ২০ টি আসনের মধ্যে, তৃণমূল পেয়েছে মাত্র ৬ টি আসন। সেখানে কংগ্রেসের আসন সংখ্যা ১০টি। বামেদের দখলে ৩টি ও আইএসএফের দখলে ১টি আসন। উপনির্বাচনে কংগ্রেস ও বামেদের সমর্থনে জিতে বায়রনের দলবদলে যে কোনও লাভই হয়নি তৃণমূলের সেটা কিছুরটা স্পষ্ট। এছাড়া রাজনৈতিক মহলের দাবি, বায়রন বিশ্বাসের উপর তো নয়ই, সাগরদীঘির বিশ্বাস নেই তৃণমূলেও। বায়রন জেতার পর গোটা রাজ্যে বাম-কংগ্রেসের কাছে মডেল ছিল সাগরদীঘি, এরপরে বায়রনের দলবদলে সেই মডেল নিয়ে রাজনৈতিক কটাক্ষ ও বিতর্ক থাকলেও সাগরদিঘি আদতে মডেল সেটা ফের প্রমান করল বাম-কংগ্রেস। পাশাপাশি অনুব্রতর বীরভূমেও এবার খাতা খুলল বামেরা। বীরভুমেও বামেদের দখলে ২টি পঞ্চায়েত।