
মর্মান্তিক ঘটনা। একই পরিবারের তিনজনের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমে। পারিবারিক অশান্তির জেরেই একই পরিবারের তিন সদস্য আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিক তদন্তে পুলিসের ধারণা। এই ঘটনা বীরভূমের পারুই থানার অন্তর্গত মহুলা গ্রামের। শোকের ছায়া পরিবারে। সোমবার রাতে এই তিনজনই বিষপান করে আত্মহত্যা করেন বলে জানা যাচ্ছে। মঙ্গলবার তাঁদের দেহ আনা হয় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই ময়নাতদন্ত করা হয়।
পরিবার সূত্রে খবর, মৃতরা হলেন প্রশান্ত পাত্র, স্ত্রী তৃপ্তি পাত্র এবং তাঁদের ছেলে দীপ পাত্র। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। যাতে তাঁরা উল্লেখ করেছেন, মূলত পারিবারিক অশান্তির কারণে তাঁরা এমন পথ বেছে নিয়েছেন। এরজন্য তাঁরা ৭ জনকে দোষারোপ করে ওই সুইসাইড নোটে তাঁদের নাম উল্লেখ করেছেন। তাঁদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন মৃতরা।
মৃতা তৃপ্তির দাদা জানান, বোন ফোন করে জানায়, সে আর বাঁচবে না। তার স্বামীর পকেটে একটি সুইসাইড নোট আছে। তাতে যাদের নাম লেখা রয়েছে তারা যেন শাস্তি পায়। তিনি আরও জানান, তাঁর শাশুড়ি আর ননদ খুব অত্যাচার করত। এর আগেও বহুবার ঝামেলা, অশান্তি হয়েছে। এবার সহ্য করতে না পেরেই তাদের এই সিদ্ধান্ত।