
গাছে ফাঁস দিয়ে ঝুলছে এক যুবক (Suicide)। পাশেই মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক গৃহবধূ। পেটে ধারালো অস্ত্রের আঘাতে এই ঘটনা বলে জানা গিয়েছে। নবদ্বীপের (Nadia) খরের মাঠ নতুন পাড়া এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিস (Police)। পুলিস এসে আগ্নেয়াস্ত্র সহ ওই যুবক ও গৃহবধূকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। দু'জনের অবস্থাই এখন আশঙ্কাজনক।
জানা গিয়েছে, আহত ওই দুজনের নাম অনিল মাহাতো ও অনামিকা মাহাতো। বুধবার সকাল প্রায় ১০ টা নাগাদ এলাকার বাসিন্দারাই এই ঘটনাটি দেখতে পান। স্থানীয়দের দাবি, প্রথমে অনামিকা মাহাতোকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পরে অনিল নামের ওই ব্যক্তি নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন। তাঁদের দাবি, অবৈধ্য সম্পর্কের জেরেই এমন ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা।