
ফের রাতের অন্ধকারে কলা বাগান থেকে উদ্ধার (Rescue) পাঁচটি তাজা বোমা (Bomb)। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা (Habra) থানার অন্তর্গত কুমড়া গ্রাম পঞ্চায়েতের নবপল্লী গ্রামে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে আসে হাবরা থানার বিশাল পুলিস বাহিনী। জানা গিয়েছে, প্রাক্তন পঞ্চায়েত প্রধান কিরণ গোলদারের বাড়ির পাশ থেকে উদ্ধার হয় বোমা।
প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, রাতের বেলা একটি মোটরসাইকেল করে এক যুবক এসে কলা বাগানের মধ্যে কিছু একটা রেখে চলে যায়। সন্দেহ হওয়ায় স্থানীয়রা ওই কলা বাগানের মধ্যে যান দেখতে। গিয়ে দেখতে পায় একটি ব্যাগের মধ্যে রয়েছে পাঁচটি তাজা বোমা। খবর দেওয়া হয় হাবরা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় হাবরা থানার বিশাল পুলিস বাহিনী। বোমাগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাবরা থানায়। কে বা কারা রাতের অন্ধকারে বোমা রেখে গেল কলাবাগানের মধ্যে তা নিয়ে তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিস।