
নতুন মহকুমা হতে চলেছে ধূপগুড়ি। নবান্ন থেকে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়ির মানুষদের দীর্ঘদিনের দাবি, ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কথা রাখলেন মুখ্যমন্ত্রী।
এদিন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, ধূপগুড়ি নতুন মহকুমা হচ্ছে। এই বিষয়ে সোমবার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। বানারহাট, ধূপগুড়ি টাউন, ধূপগুড়ি গ্রামীণ অঞ্চলের কিছুটা নিয়ে মহকুমা হবে। স্পেন থেকে ফিরে এই বিষয়ে বাকি কাজ তিনি শেষ করবেন বলে জানিয়েছেন।
বিধানসভা ভোটের আগে প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমা করার আশ্বাস দিয়েছিলেন। তারপর উপনির্বাচনে আবার সেই প্রসঙ্গ উঠতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিশ্রুতি দেন, ভোটে জিতলে মহকুমা করা হবে ধূপগুড়ি-কে। অবশেষে, সেই প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে শীঘ্রই।