
বিনা চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ। অভিযোগ উঠেছে বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। জানা গিয়েছে, মৃত ওই প্রসূতির নাম শাহিদা খাতুন। দ্বিতীয়বার সন্তানসম্ভবা হয়েছিলেন তিনি। কিন্তু সেই সন্তান জন্ম দেওয়ার আগেই গর্ভবতী অবস্থায় প্রাণ হারালেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র বেশ চাঞ্চল্য় ছড়িয়েছে গোটা হাসপাতাল চত্বরে।
মৃতের পরিবারের অভিযোগ, রবিবার চার মাসের অন্তঃসত্ত্বা শাহিদা খাতুন পেটে ব্যথা নিয়ে প্রথমে স্থানীয় মুরারই গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। এরপর সোমবার, সকালে সেখান থেকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থানান্তরিত করা হয় ওই প্রসূতিকে। অভিযোগ, সকাল থেকে দুপুর পর্যন্ত ওই প্রসূতির কোনও চিকিৎসা হয়নি। বারংবার বলা সত্ত্বেও কোনও চিকিৎসক পর্যন্ত দেখতে আসেনি তাঁকে। চিকিৎসার অভাবে ওই প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের।
এরপর প্রসূতির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্ত করানোর কথা বলেছেন চিকিৎসকরা। যদিও মৃত প্রসূতির পরিবার ময়না তদন্ত করতে রাজি নয়। অভিযোগ পেলে পুরো ঘটনার তদন্ত করে দেখা হবে বলে জানান এমএসভিপি পলাশ দাস। পাশাপাশি ময়না তদন্ত করে সঠিক মৃত্যুর কারণ জানা যাবে বলেন তিনি।