
বাবার কাছে টাকা চেয়ে না পাওয়ায় বিষপান করে আত্মঘাতী (Suicide) হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর (Gangarampur) থানার পূর্ব হালদারপাড়া এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমেছে মৃতের পরিবার সহ গোটা এলাকায়। জানা গিয়েছে, মৃত (Death) যুবকের নাম বিষ্ণু সরকার। বয়স ২৭ বছর। বাড়ি গঙ্গারামপুর শহরের রাজীবপুর পূর্ব হালদারপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, রবিবার ওই যুবক তাঁর বাবার কাছে কিছু টাকা চেয়েছিলেন। বাবার থেকে টাকা না পেয়ে অভিমানে বিষপান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন যুবক। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারলে যুবককে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় যুবকের। ঘটনার পর আজ অর্থাৎ সোমবার যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতাল পাঠিয়ে দেওয়া হয়। তদন্তে নেমে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিস।