
তেহট্টে মহকুমা হাসপাতালের তিন তলা থেকে এক রোগী (Patient) ঝাঁপ (Suicide) দেয়। ওই রোগীকে উদ্ধার করে হাসপাতালের বেডে নিয়ে আসা হয়। তবে রোগীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রেফার করা হয় শক্তিনগর হাসপাতালে। ঘটনার জেরে চাঞ্চল্য গোটা হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, ওই রোগীর নাম সুপ্রিয়া প্রামাণিক। তিনি নদীয়ার (Nadia) পলাশীপাড়া থানার সাহেবনগরের বাসিন্দা। তিনি সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করানো হয়।
সূত্রে খবর, তবে শারীরিক অবস্থা একটু ভালো হওয়ার পর মঙ্গলবার সকালবেলা তাঁকে মহিলা ওয়ার্ডে নিয়ে আসা হয়। তারপরেই সকালবেলা সকলের অজান্তেই হাসপাতালের তিন তলায় উঠে গিয়ে ঝাঁপ মারে। পরিবার সূত্রে খবর, কোনও দিনই ওই মহিলার মানসিক সমস্যা ছিল না। তবে কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা জানেন না পরিবারের সদস্যরা। তবে পরিবারের দাবি, রোগী এখন আগের থেকে সুস্থ আছেন।