
চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী (Suicide) হলেন এক স্বর্ণ ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) ভৈরবস্থান এলাকায় অবস্থিত রেলস্টেশনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিস (Police) ও জিআরপিএস (GRPS)। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিস। মর্মান্তিক এই খবরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সন্তোষ দে (৪৫)। তিনি বাঁকুড়া শহরের চক বাজার এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। পরিবার সূত্রে খবর, সন্তোষ দে অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। আর সেই কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। পরিবারের অনুমান, ঋণের জেরেই তিনি আত্মহত্যা করেছেন।
বাঁকুড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দে ঘটনাস্থলে যান। তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। মৃতের পরিবারে মা, বাবা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা তিনিও বুঝে উঠতে পারছেন না, বলে জানান।
এদিন পুলিস ও জিআরপিএস ওই এলাকা থেকে মৃত সন্তোষের বাইকটি উদ্ধার করেছে। একই সঙ্গে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।