
আত্মঘাতী (Suicide) একাদশ শ্রেণীর ছাত্রী। শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয় ঝুলন্ত দেহ। পরিবারের সদস্যরা ছাত্রীটিকে উদ্ধার করে কুলতুলি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনাটি ঘটেছে কুলতুলি ব্লকের (South 24 Parganas) সানকিজাহানে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস (Police)। এই ঘটনায় ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস।
জানা গিয়েছে, শনিবার সকালে একাদশ শ্রেণীর পরীক্ষা চলাকালীনই আত্মঘাতী হয় ওই ছাত্রী। মৃতের নাম সাবিরা মোল্লা (১৬)। মাস ছয়েক আগে তাঁর বিয়ে দেওয়া হয় গোপালগঞ্জের বাসিন্দা মামুদুল মোল্লার সঙ্গে। মামুদুল মোল্লা পেশায় একজন পরিযায়ী শ্রমিক। কাজের সূত্রে তিনি কেরলে থাকেন। সাবিরা একাদশ শ্রেণীর পরীক্ষাও দিচ্ছিল তার শ্বশুর বাড়ি থেকে। আর তার মধ্যেই এমন ঘটনা।
ছাত্রীর বাবা জানান, একাদশ শ্রেণীতে পড়তে পড়তেই সাবিরার বিয়ে হয়ে গিয়েছিল। তারপর শ্বশুর বাড়ি থেকে ক্লাসের দুটো পরীক্ষাও দিয়েছে সে। হঠাৎ করে কেন এমন ঘটনা ঘটাল বুঝতে পারছেননা।
প্রতিবেশী মহম্মদ রফিকুল হাসান মণ্ডল বলেন, রোজা রাখেছিল সাবিরা৷ রোজা ভাঙার পর পরিবারের সবাই মিলে রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যায়৷ প্রতিদিনের মত নিজের ঘরে একাই ঘুমাতে যায় সাবিরা৷ সকালবেলা ঘুম থেকে না ওঠায় বাড়ির লোক ডাকাডাকি শুরু করে৷ ঘরেরে ভিতর থেকে কোনও সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরের ভিতর ঢোকেন পরিবারের সদস্যরা। ঘরে ঢুকেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান৷