
ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের, আহত আরও এক। বুধবার দুপুরে মুর্শিদাবাদের ফারাক্কা থানার অন্তর্গত বল্লালপুর ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকার ঘটনা। পুলিস জানিয়েছে, দুর্ঘটনায় মৃত ওই যুবকের নাম সমীর শেখ। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থলে এসে পুলিস মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি অপর এক বাইক আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুরে বল্লালপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে দাড়িয়ে থাকা লরিকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে সমীরের বাইক। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, এদিন দুপুরে ফরাক্কার দিক থেকে ধুলিয়ানের দিকে আসছিলেন দুই যুবক। দ্রুতগতিতে বাইক চালিয়ে আসার সময় পেছনের একটি গাড়িকে সাইড দিতে গিয়ে ঘোলাকান্দি এবং বল্লালপুর এলাকা সংলগ্ন ৩৪ নাম্বার জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছন থেকে ধাক্কা মারে তারা। ঘটনাস্থলেই কার্যত মৃত্যু হয় বাইক চালক সমীর শেখ নামে এক যুবকের। গুরুতর জখম অবস্থায় নুরুল শেখ নামে আরও এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ভয়াবহ বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।