
সেপ্টেম্বর মাসের বারো তারিখ বিদেশ সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিদেশ সফরের আগে দিল্লিতে গিয়েছেন তিনি। রাষ্ট্রপতির নিমন্ত্রণে যোগ দিয়েছিলেন জি-২০ সামিটের জন্য ডাকা বিশেষ নৈশ ভোজে। সূত্রের খবর, তার আগে দিল্লিতে ইন্ডিয়ার মিনি বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, দিল্লিতে মমতার সঙ্গে দেখা করেন দিল্লি ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী-সহ নীতীশ কুমার এবং এমকে স্ট্যালিন। সূত্রের দাবি, তাঁদের আলোচনায় মূলত আগামী পাঁচ রাজ্যের ভোটকেই ফোকাস করা হয়েছে। আগামী বুধবার ফের বৈঠকে বসবে ইন্ডিয়া জোট। ওই বৈঠকে যোগ দেবেন সমন্বয় কমিটি এবং নির্বাচনী কৌশল কমিটির নেতারাই।
তার আগে ইন্ডিয়া নিয়ে মমতার এই মিনি বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ বলেই দাবি রাজনৈতিক মহলের। জানা গিয়েছে, আগামী বুধবারের বৈঠক থেকে ইন্ডিয়ার প্রথম জনসভার দিন ঘোষণার সম্ভাবনা রয়েছে।