
মিষ্টি খাওয়ানো নিয়ে বিবাদ বর ও কনের মধ্য়ে। রণক্ষেত্রে পরিণত হল বিয়েবাড়ির অনুষ্ঠান। পাত্রের মিষ্টি খাওয়ানোর পদ্ধতি নাকি পছন্দ হয়নি পাত্রীর। আর তাই রেগে গিয়ে সপাটে পাত্রকে এক চড় মারেন পাত্রী। এর থেকেই ঝামেলার সূত্রপাত। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল (Viral) সেই ভিডিও। টুইটারে ‘ঘর কে কলশ’ নামে এক টুইটার হ্যান্ডল থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে।
ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি মিষ্টি নিয়ে নতুন কনের মুখে প্রায় ঠুসে দিচ্ছিলেন পাত্র। মিষ্টি খাওয়া নিয়ে এমন জোর জবরদস্তি একদমই পছন্দ হয়নি কনের। তাই পাত্রকে এক চড় মেরে বসেন তিনি। পাত্রীর এই কাণ্ডে প্রথমে হকবাক হয়ে গেলেও থেমে থাকেননি।
Kalesh B/w Husband and Wife in marriage ceremony pic.twitter.com/bjypxtJzjt
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 13, 2022
নিজেকে একটু সামলে নিয়েই হাত ওঠাতে শুরু করেন পাত্র। কনের চুলের মুঠি ধরে মারতে থাকেন পাত্র। এরপর জুতো খুলে নিয়ে পাত্রকে পাল্টা মারধর করেন পাত্রী। রীতিমতো দক্ষযজ্ঞ বেঁধে যায়। একে অপরের গলা ধরাধরি করে শুয়েও মারামারি করতে দেখা যায় দু’জনকে। আত্মীয়স্বজন থামানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি।