
দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার নওপোরা-খারপোরা গ্রামের ত্রুবজিতে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের গুলির লড়াই। এই সংঘর্ষে নিহত দুই জঙ্গি। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে সোমবার এমনটাই জানানো হয়েছে। এক আধিকারিক জানান, জঙ্গি উপস্থিতির খবর পেয়ে পুলিস, সেনা এবং সিআরপিএফ-এর একটি দল ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। বাহিনীর উপস্থিতি টের পেয়ে লুকিয়ে থাকা জঙ্গিরা প্রথমে গুলি চালায়। পাল্টা গুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে।
এদিকে, গত সপ্তাহেও জম্মু-কাশ্মীরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেয়েছে সেনাবাহিনী। দীর্ঘ লড়াইয়ের পর তিন পাক জঙ্গি-সহ সাত জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী। কাশ্মীরের আইজি বিজয় কুমার সংবাদমাধ্যমকে বলেন, 'রবিবার কুপওয়ারায় গুলির লড়াই চলেছে। আর তাতে দুই লস্কর-ই-তইবা জঙ্গি মারা গিয়েছে। সোমবার ভোরের দিকে আরও এক পাক জঙ্গিকে খতম করা হয়েছে। সোপিয়ানের এক স্থানীয় জঙ্গিও নিহত হয়েছে।'
তিনি আরও বলেন, পুলওয়ামায় গুলির লড়াইয়ে লস্কর-ই-তইবার এক স্থানীয় জঙ্গির মৃত্যু হয়েছে। কুলগামে জইশ-ই-মহম্মদ ও আরও এক লস্কর-ই-তইবা জঙ্গিকে খতম করা হয়েছে। মোট সাত জঙ্গির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জন পাকিস্তানের ও বাকি চার জন স্থানীয় জঙ্গি।’’
উল্লেখ্য, একের পর এক কাশ্মীরি পণ্ডিতের উপর হামলা করছিল জঙ্গিরা। ৩৬ বছর বয়সী দক্ষিণ কাশ্মীরের কুলগাঁম জেলার গোপালপরা এলাকার একটি হাইস্কুলের শিক্ষিকা রজনী বালাকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। লাগাতার এই ঘটনার জেরে নিরাপত্তা দ্বিগুন করা হয়েছে সীমান্তে।