
একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি স্বাক্ষর করল ইন্ডিয়া-অস্ট্রেলিয়া (India-Australia)। এই চুক্তির জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে, পর্যটন এবং পেশাগত সম্পর্কের আরও সরলীকরণ হবে। শনিবার এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। এদিন ভার্চুয়াল স্তরে দুই দেশের মধ্যে এক অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল। দুই দেশের রাষ্ট্র প্রধানের পাশাপাশি উপস্থিত ছিলেন ভারত এবং অস্ট্রেলিয়ার বাণিজ্য মন্ত্রী। সেই অনুষ্ঠানেই এই চুক্তি (Trade pact) স্বাক্ষরিত হয়েছে।
খুব অল্প প্রস্তুতি নিয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাই দুই দেশের পারস্পরিক বিশ্বাসের দৃঢ়তা প্রতিফলিত হয়েছে। এদিন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, 'আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের আবেগঘন মুহূর্ত। এই চুক্তির ভিত্তিতে আমরা সরবারহ শৃঙ্খলকে আরও মজবুত করতে পারব। পাশাপাশি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় শান্তি এবং স্থিতি বজায় রাখতে পারব।'
পড়ুয়াদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটন এবং পেশাদার আদান-প্রদান ব্যবস্থা আরও সরলীকরণ হবে। এদিন দাবি করেন প্রধানমন্ত্রী।