
অবাক কাণ্ড! কুকুরদের তাড়া খেয়ে পালালো বনের রাজা! এ কি কখনও সম্ভব? তবে শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে গুজরাটের গির সোমনাথ নামক গ্রামে। আপনাার সবসময় দেখেছেন সিংহকে হরিণ, ছাগলদের শিকার করতে। কিন্তু এখানে ঘটেছে এর একদমই উল্টো। এখানে শিকার করা দূর কোনওরকমের কোনও হুঙ্কারও করল না সিংহ, বরং রাস্তা থেকেই তাকে তাড়িয়ে বিদায় করল কুকুরের একটি দল।
সম্প্রতি এই ঘটনারই একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, গুজরাটের গির সোমনাথের গ্রামের এক রাস্তায় রাতের দিকে এক সিংহ ঘুরে বেড়াচ্ছে। আর তখনই সেই জায়গার কিছু কুকুর ঘেউ ঘেউ করতে করতে তাকে তাড়া দিয়ে বিদায় করে। তারপর সিংহ সেখান থেকে সামনে থাকা গরুর দিকে ছুটে পালিয়ে যায়।
এই ভিডিওতে ইতিমধ্যেই ২০ হাজারের বেশি ভিউ এসেছে। সিংহের এই কাণ্ড দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। নেটিজেনদের কেউ লিখেছেন, 'একতাই শক্তি।' কেউ আবার কুকুরদের এমন সাহস দেখে তাদের প্রশংসা করেছেন। অন্যদিকে সিংহের এরূপ দেখে মজাও করেছেন নেটিজেনরা। কেউ বলেছে, এই জায়গায় সিংহের বদলে লেপার্ড থাকলে বিষয়টা অন্যরকমের হত।