
ত্রিপুরার (Tripura) ৬০ আসনের বিধানসভার নির্বাচন (Assembly election) ১৬ ফেব্রুয়ারি। নির্বাচনে বামফ্রন্ট সমঝোতা করেছে কংগ্রেসের সঙ্গে। বহুকাল ধরে কংগ্রেস বনাম বামেদের লড়াই দেখা গিয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে। পরবর্তীকালে বিজেপি (BJP) সেখানের ক্ষমতায় এসেছে। আর সেই নির্বাচন ঘিরে এবার উত্তপ্ত ত্রিপুরার রাজনীতি। নির্বাচনের আগে পুলিসের জালে ধরা পড়ছে একের পর এক নেশা কারবারী।
বৃহস্পতিবার আমতলী থানা অধীনস্থ পশ্চিম গোকুলনগর ফুলতলী এলাকায় ১১ প্যাকেটে ১২১ গ্রাম ব্রাউন সুগার-সহ আটক করা হয়েছে একজনকে। অভিযুক্তর নাম মহম্মদ জহর মিয়াঁ। বাড়ি পশ্চিম গোকুলনগর, পেশায় গরু ব্যবসায়ী বলে জানা গিয়েছে।
পুলিস গোপন সূত্রে অভিযুক্তর বিষয়ে বহুদিন আগেই খবর পেয়েছিল। নজর ছিল তাঁর উপর। অবশেষে বৃহস্পতিবার হাতেনাতে পুলিস তাঁকে ধরেছে। আমতলী থানার ওসি প্রাজিত মালাকার জানান, উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজারমূল্য ২০ লক্ষ টাকা। শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে খবর।