
রেল লাইন পার করতে গিয়ে হাওড়া-রাজধানী-এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারালেন তিন যুবক। বিহারের ধানবাদে শুক্রবার এই ঘটনাটি ঘটে, রেলসূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, মৃতদের বয়স ১৯-২০ বছর। রেল সূ্ত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় আসানসোল-নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো প্যাসেঞ্জার ট্রেন থেকে চার নম্বর প্ল্যাটফর্মে নেমে তিন নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য লাইন পেরোচ্ছিলেন ওই তিন জন। ঠিক সেই সময় হাওড়া-রাজধানী এক্সপ্রেস, গোমো স্টেশনের কাছে আসলে ওই তিন যুবককে ধাক্কা মারে। যেহেতু গোমো স্টেশনে ওই ট্রেন দাঁড়ায় না, তাই সর্বাধিক স্পিডে ছিল রাজধানী।
রাজধানীর গতিবেগের ধাক্কায় ৫০০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়েন তিন যুবক। ছিন্নভিন্ন হয়ে যায় দেহ তিনটি। এই দুর্ঘটনায় পুরো স্টেশনে হইচই পড়ে যায়।
এই দুর্ঘটনার কারণে আপ লাইনের ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। যার ফলে হাওড়া - রাজধানী এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেন ডাউন লাইন দিয়ে পাশ করানো হয়।
দুর্ঘটনায় মৃত তিন যুবকের দেহ পোশাক দেখে চিহ্নিত করে পরিবার।