
শরদ পাওয়ারের অবসর নিয়ে জল্পনা চলছিলই। এনসিপি (NCP) প্রধানের পদে শরদ পাওয়ারের থাকা নিয়ে চূড়ান্ত জল্পনার মাঝেই এবার প্রকাশ্যে এলো বড় খবর। অবশেষে এনসিপি প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন শরদ পাওয়ার (Sharad Pawar)। করলেন বড় ঘোষণা। বললেন, 'আমি এনসিপির সর্বভারতীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করছি।'
প্রসঙ্গত, চব্বিশের লোকসভা (Loksava) নির্বাচন নিয়ে এখন থেকেই ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছে শাসক-বিরোধী সব দলই। বিরোধী জোট নিয়েও বাড়ছে চাপানউতর। কিন্তু, আসন্ন লোকসভা নির্বাচনে মহাবিকাশ আঘাড়ি (এমভিএ) জোটের শরিকরা যৌথভাবে লড়াই করবে কি না, তা নিয়ে কিছুদিন আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন শরদ পাওয়ার। তারমধ্যেই এই পদত্যাগ নিয়ে জোর শোরগোল দেশের রাজনৈতিক মহলে।