
'ভারতমাতা অসংসদীয় শব্দ', এই নিয়ে ফের বিতর্ক তুঙ্গে। কারণ আবারও একই কথা বলতে শোনা গেল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। রবিবার, ১০ সেপ্টেম্বর 'ভারতমাতা' নিয়ে একই বিতর্কিত মন্তব্য করে বিতর্কে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তবে এদিন লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরীর পাশে দাঁড়িয়েই এই মন্তব্য করেন রাহুল।
কিছুদিন আগেই মণিপুর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা। যা নিয়ে সরগরম হয়ে ওঠে লোকসভা। লোকসভায় বক্তৃতা দিতে গিয়ে নরেন্দ্র মোদী সরকারকে তোপ দেগে 'ভারতমাতা' প্রসঙ্গে কড়া আক্রমণ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর সেই মন্তব্য বিবৃতি থেকে ছেঁটে দেওয়া হয়। তার এক দিন পর ফের বর্তমানে দেশে ভারতমাতা 'অসংসদীয় শব্দ' বলে কটাক্ষ করেন তিনি।
আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই মন্তব্য করতে দেখা গেল কংগ্রেস সাংসদ রাহুলের গলায়। এই বক্তব্যের পরেই দেশজুড়ে উঠেছে নিন্দার ঝড়। কড়া আক্রমণ জানিয়েছে গেরুয়া শিবির।