
শুক্রবার সাতসকালে দিল্লির চিত্তরঞ্জন পার্কে (Chittaranjan Park) উত্তেজনা। দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াই (Encounter) পুলিসের (Police)। গুলির লড়াইয়ে এক দুষ্কৃতী জখম হয়েছেন বলে পুলিস সূত্রে খবর। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিস।
দুষ্কৃতীরা বড় কোনও নাশকতার ছক কষেছিল কীনা তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। তবে তদন্ত করে দেখছে পুলিস। দিল্লির অভিজাত এলাকা বলে পরিচিত চিত্তরঞ্জন পার্ক। রাজধানীর বাঙালি মহল্লা বলে পরিচিত এই এলাকা।
দুষ্কৃতীরা প্রথমে পুলিসকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গেছে। পালটা গুলি করে পুলিস এক দুষ্কৃতীর পায়ে গুলি করে তাকে আটক করে। সূত্রের খবর, আহত দুষ্কৃতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুষ্কৃতী কে এবং সে এলাকায় কী করতে এসেছিল তার সন্ধানে পুলিস।