
অবশেষে শেষ হল জি-২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)। রবিবার, ১০ ডিসেম্বর এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই সঙ্গে প্রধানমন্ত্রী প্রার্থনা করলেন, সারা বিশ্বে যেন শান্তি বজায় থাকে। ইউক্রেন যুদ্ধের আবহেই তাঁর এই প্রার্থনা। মোদী আরও বললেন, 'স্বাতী অস্তু বিশ্ব'। এই স্লোগানের বাংলা করলে দাঁড়ায় 'সারা বিশ্বে শান্তি বিরাজ করুক।' তবে জি-২০ সম্মেলনের সমাপ্তি ঘোষণার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী আগামী নভেম্বরে ভার্চুয়াল জি-২০ সম্মেলনের ডাক দিলেন।
সূত্রের খবর, রবিবার ছিল জি-২০ সম্মেলনের শেষ দিন। এদিন দুপুর ১ টা নাগাদ ভারত মণ্ডপমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি দেশে শান্তি বজায় থাকার জন্য প্রার্থনাও করেন। এই সঙ্গেই জি-২০ সভাপতিত্বের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তিনি তুলে দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার হাতে। জানানো হয়েছে, ২০২৪ সালে জি-২০ বৈঠক বসবে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে। সেখানেই বসবে জি-২০-এর ১৯ তম সম্মেলন। তবে জি-২০ সভাপতিত্বের দায়িত্ব ব্রাজিলের হাতে তুলে দেওয়া হলেও এখনও এই পদে থাকছে ভারতই। আগামী নভেম্বর মাস পর্যন্ত ভারতই জি২০-র সভাপতি থাকবে। এরই মধ্যে আরও একটি বৈঠক করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নভেম্বর মাসেই জি-২০-র একটি বৈঠক হবে বলে ঠিক হয়েছে।