
আজ দক্ষিণ আফ্রিকার (South Africa) উদ্দেশে রওনা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে (BRICS Summit) যোগ দিতেই তিনি যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা। তাঁর বিদেশ ভ্রমণের আগে প্রধানমন্ত্রীর দফতরের থেকে প্রধানমন্ত্রীর মোদীর বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি জানান, একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন। ব্রিকসের সদস্য হিসাবে সেখানে উপস্থিত থাকবেন চিনা প্রেসিডেন্টও। ফলে তাঁর সঙ্গেও এ যাত্রায় দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এখানেই শেষ নয়, ব্রিকস সম্মেলনের পর তিনি ২৫ অগাস্ট গ্রিসেও যাবেন প্রধানমন্ত্রী, সূত্রের খবর।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুর নাগাদ প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছবেন। আজই তিনি ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রাক্কালে আয়োজিত বিশেষ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর ২৩ আগস্ট প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে অংশ নেবেন। ২৪ অগাস্ট, প্রধানমন্ত্রী মোদী ব্রিকস এবং আফ্রিকান দেশগুলির সম্মেলনেও অংশ নেবেন। প্রধানমন্ত্রী মূলত সেদেশের প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে সেই দেশে গিয়েছেন। তবে ব্রিকস সম্মেলন ছাড়াও অন্যান্য নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকার কর্মসূচি। সূত্রের খবর, আজ দুপুর ৩টে ৫৫ নাগাদ স্যান্ডটন কনভেনশন সেন্টার পৌঁছবেন তিনি। দুপুর ৪টে যোগ দেবেন ব্রিকস বিজনেস ফোরাম লিডার'স ডায়লগে। বিকাল ৬টায় ব্রিকসের অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করবেন। এরপর তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে নৈশ্যভোজে যোগ দেবেন। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফর শেষে তিনি উড়ে যাবেন গ্রিসেও। প্রধানমন্ত্রী খোদ জানিয়েছেন, দীর্ঘ ৪০ বছর পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে তিনি সেখানে পা রাখবেন। ফলে তিনি সেখানে যেতে পেরে খুব সম্মানিত অনুভব করছেন।