
১৭ সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিন। ৭৩ বছরে পা দিলেন তিনি। প্রধানমন্ত্রীর জন্মদিন (Modi Birthday) উপলক্ষে সকাল থেকেই বয়ে চলেছে শুভেচ্ছার বন্যা। রাষ্ট্রনেতা থেকে শুরু করে দেশের বিভিন্ন নেতা-মন্ত্রীরাও মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিরোধী দলের নেতা-মন্ত্রী হওয়া সত্ত্বেও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও তাঁর সুস্থতার কামনা করেছেন তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী, নীতিশ কুমারের মত তাবড় তাবড় নেতারা মোদীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠালেন। কিন্তু দেখা গেল না মমতা বন্দ্যোপাধ্যায়, সনিয়া গান্ধীর শুভেচ্ছা বার্তা।
রাজনীতির ময়দানে কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। এককথায় রাজনীতির ময়দানে চির শত্রু তাঁরা। তবে এবারে সৌজন্যের জন্য প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন,'জন্মদিনের শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রীকে।' অন্যদিকে শুভেচ্ছা জানিয়ে এক্স অ্যাকাউন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।' অর্থাৎ শুভেচ্ছা জানালেও কেউই মোদীকে নিয়ে বেশি কিছু বলেননি। আবার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও।
আবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সকলেই মোদীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানান। যোগী আদিত্যনাথ মোদীকে 'আর্কিটেক্ট অফ নিউ ইন্ডিয়া' বলে সম্বোধন করেছেন।