
পথ আটকে কোনও ধর্মীয় জমায়েত বা অনুষ্ঠান (Religious Event) করা যাবে না। নাগরিক অধিকার নিশ্চিত করতে বুধবার এই নির্দেশ জারি উত্তর প্রদেশ সরকারের (Yogi Government)। সড়ক আটকে কিংবা যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না বলেই খবর। চলতি সপ্তাহেই ইদ (Eid) এবং অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya)। তাই এই দুই উৎসব যাতে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে আয়োজন করা যায় সেই লক্ষে অতিরিক্ত পুলিস মোতায়েন করছে যোগী সরকার।
বুধবার উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রসচিব সঞ্জয় প্রসাদ এবং ডিজিপি আরকে বিশ্বকর্মা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রতি জেলার সুপার এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। তারপরেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সঞ্জয় বলেন, 'কোনও অবস্থায় রাস্তা আটকে বা যান চলাচলে বাধা সৃষ্টি করে ধর্মীয় অনুষ্ঠান এবং শোভাযাত্রা বা জমায়েত করা যাবে না। উপাসনাস্থল বা নির্ধারিত জায়গাতেই অনুষ্ঠানকে বদ্ধ রাখতে হবে।'
সরকারি বিজ্ঞপ্তিতে বলা, 'যেকোনও ধর্মীয় শোভাযাত্রার জন্য পুলিস-প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক।'