
প্রতিশ্রুতি দিয়ে তা রাখতে জানেন দেশের প্রধানমন্ত্রী! এমনটাই শোনা যাচ্ছে জনমুখে। বিশ্বকর্মা পুজোর আগের দিনেই নিজের জন্মদিনের দিন দেশবাসীকে বিশেষ উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে পিএম বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana) চালু করলেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের জন্য সমাজের শিল্পী ও কারিগররা একাধিক সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। আগেই এই পিএম বিশ্বকর্মা যোজনার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু এই নতুন যোজনা অনুযায়ী, শিল্পী ও কারিগররা আরও বেশি সুবিধা পাবেন বলে ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের উদ্বোধন করে মোদী বলেন, 'গরিবের ছেলে মোদী আপনাদের সেবায় সদা তৎপর।'
নিজের ৭৩তম জন্মদিনে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নয়াদিল্লির দ্বারকায় এক্সপো সেন্টার ‘যশোভূমি’ (YashoBhoomi) উদ্বোধন করেন মোদী। পাশাপাশি বিশ্বকর্মা জয়ন্তীতে সূচনা করলেন 'পিএম বিশ্বকর্মা' প্রকল্পেরও। পিএম বিশ্বকর্মা যোজনার অধীনে ২০২৩-২৪ থেকে ২০২৭-২৮ আর্থিক বছরে ১৩ হাজার কোটি টাকা ব্যয় করবে কেন্দ্র।
এই প্রকল্পের অধীন সুবিধাভোগীদের ১৫ হাজার টাকা পর্যন্ত টুলকিট প্রদান করা হবে। সুবিধাভোগীদের ৫০০ টাকা স্টাইপেন্ডে মৌলিক দক্ষতা সম্পন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। ৩ লক্ষ টাকা পর্যন্ত জামানত মুক্ত ঋণ দেওয়া হবে শিল্পী ও কারিগরদের। পাশাপাশি তৈরি করা পণ্যের জন্য গুণমান শংসাপত্র, ব্র্যান্ডিং এবং বিজ্ঞাপনের জন্য বিপনন সহায়তা করা হবে। মোট ১৮ ধরনের শিল্পী ও কারিগররা পিএম বিশ্বকর্মার সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।