
৭৫ বছরের সফর নতুন করে শুরু হচ্ছে। ২০৪৭ সালের মধ্যে দেশ নতুন রূপে সেজে উঠবে। গণেশ চতুর্থীর দিনই সংসদ ভবনে প্রবেশ। বিশেষ অধিবেশনের আগে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন প্রধানমন্ত্রী সংসদের বাইরে বলেন, '৭৫ বছরের সফর, নতুন জায়গা থেকে শুরু হচ্ছে। নতুন স্থানে এই সফর নতুন করে শুরু হবে। নয়া সংকল্প, নতুন বিশ্বাস। ২০৪৭ সালে এই দেশকে উন্নত দেশ তৈরি করতে হবে। তাই আগামী যা সিদ্ধান্ত হবে, তা নতুন সংসদ ভবনেই হবে।"
সোমবার সকাল ১১টায় বিশেষ অধিবেশন শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সংসদের ৭৫ বছরের যাত্রার ইতিহাস নিয়ে আলোচনা হবে। বিরোধী দলের সাংসদদের এই অধিবেশনে যোগ দেওয়ার অনুরোধ করেছে কেন্দ্র।
সংসদের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। "এই পুরনো সংসদ ভবন প্রেরণা দেবে। চন্দ্রযান ৩-এর সাফল্যে দেশ অভিভূত।" G20- সম্মেলনের সাফল্য দেশের সবার সাফল্য, জানালেন প্রধানমন্ত্রী।