
মাংস (Chicken) খাওয়া নিয়ে ঝামেলা। আর এই ঝামেলার জেরে বাবার (Father) হাতে খুন হলেন ছেলে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) দক্ষিণ কন্নড় জেলার সুল্লিয়ার গুট্টিগড়ে। মৃতের নাম শিবরাম। বয়স ৩২ বছর।
জানা গিয়েছে, মঙ্গলবার বাড়িতে বেশ জমিয়ে মুরগির মাংস রান্না চলছিল। সেই মাংস খাওয়া নিয়ে ঝামেলার সৃষ্টি হয় বাবা ও ছেলের মধ্য়ে। কারণ শিবরাম বাড়ির বাইরে কাজে গিয়েছিলেন। আর ভেবেছিলেন কাজ সেরে বাড়ি ফিরে সেই মাংস খাবেন। কিন্তু বাড়ি ফিরে এসে দেখেন, মাংস আর নেই। সব মাংস তাঁর বাবা খেয়ে নিয়েছেন। এই নিয়ে ঝামেলা শুরু হয় বাবা ও ছেলের মধ্যে। কথাকাটি থেকে তাঁদের হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায় ঝগড়া। ঝামেলা চলাকালীন বাবা হাতের কাছে কাঠের মুগুর পেয়ে রাগের মাথায় মারতে আরম্ভ করেন ছেলেকে। বাবার হাতে মার খেয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় শিবরামের। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। ছেলেকে খুন করার অপরাধে গ্রেফতার করা হয় শিবরামের বাবাকে।
পুলিস সূত্রে খবর, ইতিমধ্য়ে এই ঘটনার তদন্তে নেমেছে। জিজ্ঞাসাবাদ চলছে। কেবল মাংস নিয়ে বিবাদের জেরে খুন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তাও তদন্ত করে দেখবে বলে জানিয়েছে পুলিস।