
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই চাঁদের মাটিতে ইতিহাস গড়তে চলেছে ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে এই প্রথম পৃথিবীর কোনও যান পা রাখতে চলেছে। প্রত্যেকটি দেশই তাকিয়ে রয়েছে ভারতের চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এর দিকে। মোট ৪০ দিন সময় লেগেছে চাঁদে পৌছতে। ১৪ জুলাই শুক্রবার দুপুর ২.৩৫ মিনিটে লক্ষ্যের দিকে রওনা দিয়েছিল ইসরোর চাঁদ-সওয়ারি। সব ঠিক থাকলে ভারতীয় সময় অনুযায়ী, আজ, বুধবার ৬.৪ মিনিটে চন্দ্রযান-৩ অবতরণ করবে চন্দ্রমামার দেশে।
ইসরোর তরফে জানানো হয়েছে, বিকেল ৫টা ২০ মিনিটে চাঁদে অবতরণের দৃশ্য সরাসরি সম্প্রচার হবে ইসরোর ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকা থেকে দেশের এই সাফল্য উপভোগ করবেন। এমনকি প্রধানমন্ত্রী বুধবার সন্ধ্যায় সমস্ত স্কুল খোলা রাখার নির্দেশ দিয়েছেন। ছাত্রছাত্রীরা ইচ্ছে করলে স্কুলে বসে অনলাইনের মাধ্যমে চন্দ্রযান-৩ এর অবতরণ উপভোগ করতে পারবে।
ইসরোর বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের সাফল্যের সাক্ষী থাকার জন্য মুখিয়ে রয়েছেন দেশবাসী। চাঁদের মাটি ছোঁয়ার আগের ‘১৫ মিনিট’ অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ’ বলে মনে করছেন ইসরোর বিজ্ঞানীরা। শেষ ১৪ মিনিটই ঠিক করে দেবে এই অভিযান সফল হবে কিনা। চলবে স্নায়ুর লড়াই। ইসরোর চন্দ্রযান-৩ যাত্রা শুরু করার ২২ দিন পর চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল সেটি। ২০ অগাস্ট সেটি চাঁদের কাছাকাছি এসে পৌঁছয়। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে অন্যান্য দেশের চন্দ্রযান যেখানে এক সপ্তাহের মধ্যেই শেষ করে দেখিয়েছে, তখন ভারতের কেন এতো সময় লাগছে। এর নেপথ্যে অনেক কারণ রয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। চন্দ্রযান-৩র চাঁদে পৌঁছতে ৪০ দিন সময় লাগার নেপথ্যে অন্যতম প্রধান কারণ হল জ্বালানি এবং সীমাবদ্ধতা।