
২০২৩ সালের ২৩ অগাস্ট, দিনটিকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হবে। চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করতে পেরেছে ইসরোর চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। আর ভারতই প্রথম দেশ, যে এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। ল্যান্ডার বিক্রম (Lander Vikram) অবতরণ করার কিছুক্ষণের মধ্যেই যে রোভার প্রজ্ঞান (Rover Pragyan) বেরিয়ে এসেছে, তা ভিডিওতে ধরা পড়েছে। তার সেই 'মুনওয়াক'-এর (MoonWalk) ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু এবারে ইসরোর তরফে জানানো হল, এখন পর্যন্ত কতটা পথ হাঁটতে পেরেছে 'প্রজ্ঞান'।
ইসরোর তরফে টুইটে জানানো হয়েছে, পরিকল্পনা মতই গুটি গুটি পায়ে এগোচ্ছে রোভার 'প্রজ্ঞান'। রোভারটি সফলভাবে প্রায় ৮ মিটার দূরত্ব অতিক্রম করেছে। রোভার পেলোডে LIBS এবং APXS চালু আছে। প্রোপালশন মডিউল, ল্যান্ডার মডিউল এবং রোভারের সমস্ত পেলোড ঠিকভাবেই কাজ করছে। ফলে এখনও পর্যন্ত সমস্ত কিছু স্বাভাবিকই আছে। 'প্রজ্ঞান' ১৪ দিন ধরে চাঁদের দেশে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করবে। এছাড়াও এর চাকার সঙ্গে এক দিকে ইসরোর লোগো ও অন্য দিকে ভারতের অশোকস্তম্ভ খোদাই করা রয়েছে। ফলে 'প্রজ্ঞান' যতই এগিয়ে চলেছে ততই চন্দ্রপৃষ্ঠে ছাপ পড়ে যাচ্ছে ইসরোর লোগোর ও অশোকস্তম্ভের। তবে ভবিষ্যতে আর কী কী তথ্য বেরিয়ে আসে, তারই অপেক্ষায় দেশবাসী।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 25, 2023
All planned Rover movements have been verified. The Rover has successfully traversed a distance of about 8 meters.
Rover payloads LIBS and APXS are turned ON.
All payloads on the propulsion module, lander module, and rover are performing nominally.…