
এবারে হাতের মুঠোয় চাঁদ! চাঁদের (Moon South Pole) দক্ষিণ মেরুতে প্রথম অবতরণ করে ইতিহাস তৈরি করেছে ভারত। ফলে ২৩ অগাস্ট দিনটিকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হবে। এবারে আজ, বৃহস্পতিবার সাতসকালেই ফের খুশির খবর জানা গেল। ইসরো (ISRO) তরফে জানা গিয়েছে, চাঁদে সফলভাবে 'বিক্রম'-এর (Lander Vikram) অবতরণের পর তার 'দোর' খুলে সফলভাবে বেরিয়ে এসেছে রোভার 'প্রজ্ঞান' (Rover Pragyan)। এবারে চাঁদের মাটির যাবতীয় নমুনা সংগ্রহ করা থেকে শুরু করে সমস্ত গবেষণার দায়িত্ব 'প্রজ্ঞান'-এরই।
ইসরো সূত্রে খবর, চাঁদের মাটি স্পর্শ করার কিছু ঘণ্টার মধ্যেই বিক্রম-এর ভিতর থেকে বেরিয়ে এসে কাজ শুরু করেছে প্রজ্ঞান। এর গতি খুবই কম, এক সেকেন্ডে কয়েক সেন্টিমিটার। ফলে খুব ধীর গতিতেই এটি কাজ করতে শুরু করেছে। জানা গিয়েছে, প্রজ্ঞানকে এমনভাবেই তৈরি করা হয়েছে, যাতে এটি চন্দ্রপৃষ্ঠের ৫০০ মিটার ঘুরতে পারে। এটি চাঁদের মাটি, সেখানকার খনিজ পদার্থ ও আবহাওয়ার নমুনা সংগ্রহ করবে। প্রজ্ঞানে বিভিন্ন যন্ত্রপাতি যেমন- ক্যামেরা, স্পেকট্রোমিটার, ম্যাগনোমিটার লাগানো রয়েছে। আর এগুলোর সাহায্যেই প্রজ্ঞান বিভিন্ন নমুনা সংগ্রহ করবে।
ইসরো সূত্রে আরও খবর, প্রজ্ঞান-এর শক্তির উৎস হল সূর্য। সৌরশক্তির সাহায্যেই এটি সেখানে চলাফেরা করবে। ফলে সূর্যের আলো পাওয়া পর্যন্তই এটি কাজ করতে পারবে। তারপর বন্ধ হয়ে যাবে। আর এটি চাঁদে ১৪ দিন ধরে গবেষণা করবে। পৃথিবীর ১৪ দিন অর্থাৎ চাঁদের একদিনের সমান। তবে যে যে তথ্য সংগ্রহ করবে তা প্রথমে ল্যান্ডার বিক্রম-কে পাঠাবে প্রজ্ঞান। তার পর সে সমস্ত বার্তা পৃথিবীকে পাঠাবে বিক্রম। চন্দ্রপৃষ্ঠ থেকে কী কী তথ্য বেরিয়ে আসে, তা জানতেই এবারে মুখিয়ে বসে রয়েছেন দেশবাসী।