
চন্দ্রযান ৩ (Chandrayaan 3) চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনোর পর থেকেই ক্রমাগত নতুন নতুন তথ্য পাঠিয়ে চলেছে ইসরোকে (ISRO)। সম্প্রতি চাঁদের মাটি থেকে তোলা 'বিক্রম' ল্যান্ডার (Lander Vikram) ও রোভার 'প্রজ্ঞান'-এর (Rover Pragyan) অনেক ছবি ও ভিডিও প্রকাশ করেছে ইসরো। তবে এবার যে ঘটনা সামনে এসেছে তাতে অবাক ইসরোর বিজ্ঞানীরাও। এবারে চাঁদে ভূমিকম্পের খবর পেয়েছে ইসরো। ইসরো সূত্রে খবর, গত ২৬ অগাস্ট ল্যান্ডার বিক্রম চাঁদে একটি 'প্রাকৃতিক' ভূমিকম্প চিহ্নিত করেছে।
ইসরো সূত্রে খবর, চাঁদের বুকে ল্যান্ডার 'বিক্রম' ও রোভার 'প্রজ্ঞান' নামার পর এর পেলোড বিভিন্ন কাজ করে চলেছে। আর এর ফলেই এক কম্পন অনুভূত করেছিল ইলসা পেলোড বা ইনস্ট্রুমেন্টস ফর লুনার সিসমিক অ্যাক্টিভিটি। কিন্তু ২৬ অগাস্ট এক প্রাকৃতিক কম্পন অনুভূত করেছে ইলসা, এমনটাই সূত্রের খবর। ফলে ২৬ অগাস্টে যে চাঁদের বুকে যে কম্পন অনুভূত হয়েছে, তার পিছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছে ইসরোর বিজ্ঞানীরা।
বৃহস্পতিবার 'এক্স' (টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে ইসরো লিখেছে, 'চন্দ্রযান ৩-এর ল্যান্ডারের পেলোড ইলসা, রোভার এবং অন্যান্য পেলোডের কার্যকলাপের কারণে হওয়া কম্পন চিহ্নিত করেছে। আবার একই সঙ্গে ২৬ অগাস্ট ইলসা আরও একটি কম্পন চিহ্নিত করেছে। যা প্রাকৃতিক বলে মনে করা হচ্ছে।'