
১৭ সেপ্টেম্বর, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ৭৩ তম জন্মদিন (Birthday)। গোটা দেশজুড়েই তাঁর অনুরাগীরা প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উদযাপন করছেন। এছাড়াও তাঁকে পাঠানো হচ্ছে গুচ্ছ গুচ্ছ শুভেচ্ছাবার্তা। এবারে এক অভিনব উপায়ে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন এক তরুণী। দিল্লি মেট্রোতে মহিলারা গান গেয়ে প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। আবার এক তরুণী মোদীর পাশে বসে সংস্কৃত ভাষায় গান গেয়ে জন্মদিনের শুভেচ্ছা দিলেন। সংস্কৃত ভাষায় শুভেচ্ছা জানানোর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল।
রবিবার নিজের জন্মদিনের সকালে দিল্লি এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস লাইনের নয়া অংশের উদ্বোধন করেন মোদী। দ্বারকা সেক্টর ২১ থেকে নয়া মেট্রো স্টেশন 'যশোভূমি দ্বারকা সেক্টর ২৫' পর্যন্ত উদ্বোধন করেন। তারপর নয়াদিল্লিতে 'ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার' উদ্বোধনের জন্য মেট্রো ধরেন। আর তখনই মেট্রোতে যাত্রীদের পাশে বসে কথা বলেন। বাচ্চাদের সঙ্গে হাসি-মজা করেন। যাত্রীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। 'হ্যাপি বার্থডে' বলেন ও মোদীর সঙ্গে সেলফিও তোলেন।
তারই মধ্যে সংস্কৃতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সকলের নজর কেড়ে নেন ওই তরুণী। মোদী যেখানে বসেছিলেন, সেটার ঠিক পাশে বসেই ওই তরুণী হাসিমুখে মোদীকে বলেন, 'আজ আপনার জন্মদিন। আপনাকে সংস্কৃত ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই।' তরুণীর মুখে সংস্কৃত ভাষায় গানের মাধ্যমে শুভেচ্ছা বার্তা শুনে প্রধানমন্ত্রীর মুখেও হাসি দেখা যায়।