
উত্তরপ্রদেশের(Uttar Pradesh) গাজিয়াবাদের পর এবার গুজরাটের(Gujrat) সুরাতে কুকুরের আক্রমণে আহত নাবালিকা। এক কামড়ে নাবালিকার গাল থেকে মাংস খাবলে নেয় কুকুরটি। সিসিটিভি ফুটেজের ভিডিওয় দেখা গিয়েছে, নাবালিকা যখন তাঁর বাড়ির বাইরে খেলছিল তখন এই ঘটনাটি ঘটেছে। পথ কুকুরটির আক্রমণে রাস্তায় পড়ে যায় ওই নাবালিকা, কামড় বসায় তাঁর গালে। সেই মুহূর্তে আহত মেয়েটির চিৎকার শুনে তাঁর মা বাইরে এসে তাঁকে বাঁচানোর চেষ্টা করলে সারমেয়টি (Dog) তাঁকেও আক্রমণ করে। এরপর সেই জায়গা থেকে পালিয়ে যান মা ও মেয়ে। পরক্ষণেই অন্য এক মহিলার উপরেও আক্রমণ করে সারমেয়টি।
আহত নাবালিকা স্থানীয় হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হলে মেয়েটির মুখে অনেকগুলি সেলাই পড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেন চিকিৎসকরা। সম্প্রতি বিহারের বেগুসরাই জেলায় প্রায় ২৪টি পথ কুকুরকে গুলি করে মারা হয়েছে। কুকুরের আক্রমণের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।