
দিল্লি-দোহাগামী (Delhi to Doha) বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এক যাত্রী। ইন্ডিগোর এক বিমানের এই ঘটনায় বিমানটিকে জরুরিভিত্তিতে পাকিস্তানের করাচি বিমানবন্দরে (Karachi Airport) অবতরণ করানো হয়। তাতেও শেষরক্ষা হয়নি, ওই যাত্রীকে বিমান থেকে নামাতেই চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত মহিলাটি নাইজেরিয়ার এক নাগরিক। সোমবার দিল্লি থেকে দোহাগামী ইন্ডিগো বিমানে যাওয়ার হঠাৎ মাঝ আকাশে অসুস্থ (Mid Air Sickness) হয়ে পড়েন। তাঁর শারীরিক অসুস্থতার কারণে তড়িঘড়ি বিমানটিকে করাচি বিমানবন্দরে অবতরণ করানো হয়। চিকিৎসকদের দাবি, বিমানের মধ্যেই মৃত্যু হয়েছে ওই যাত্রীর। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে।
নাইজেরিয়ান ওই যাত্রীর মৃত্যুতে বিমানসংস্থার তরফে শোকবার্কা প্রকাশ করে বলা হয়েছে, তাঁর মৃত্যুতে সংস্থার সকলে গভীরভাবে শোকাহত। এমনকি তাঁর বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের সমবেদনাও জানানো হয়েছে। তবে বিমানে আটকে থাকা অন্য যাত্রীদের দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া যে তাদের দায়িত্ব, তাও জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।