
মর্মান্তিক! ফের ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল ৭ জনের, গুরুতর আহত দু'জন। ঘটনাটি মধ্যপ্রদেশের (MadhyaPradesh) সিন্ধি জেলার। একটি চার চাকার গাড়িতে লরির ধাক্কা দেওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিস। মধ্য প্রদেশের সিন্ধি জেলায় সিন্ধি-টিকারি রোডে দোল গ্রামের কাছে ঘটেছে দুর্ঘটনা। আর এর ফলেই প্রাণ হারালেন ৭ জন। আহতদের হাসাপাতালে ভর্তি করা হয়েছে ও বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
এই ভয়াবহ পথ দুর্ঘটনা নিয়ে সিন্ধি জেলার পুলিস সুপার রবীন্দ্র সিং জানিয়েছেন, সিন্ধি-টিকারি রোডে এসইউভি-র সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে লরিটির। লরিটি এসইউভি গাড়ির উল্টো দিক থেকে আসছিল। আর এই ধাক্কার পর গাড়ির উপর উল্টে যায় লরিটি। ফলে এক নিমেষের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। এর জেরেই এসইউভি-তে থাকা ৭ জনের মৃত্যু হয়েছে ও ২ জন আহত হয়েছেন।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিস। পুলিস গিয়ে মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে আহতদের। জানা গিয়েছে, ঘটনার পর থেকেই পলাতক লরির চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিস।